ওরা কপট, ওরা প্রবঞ্চক
আমাদের জীবন বন্দী করেছে
যতসব প্রতারক।।
ওরা সত্যেরে ভয় পায়,
মিথ্যার করে পূজা
পরের মাথায় কাঁঠাল রেখে
কোষ খায় করে মজা
ওরা কথায় কথায় মত বদলায়, ওরা ঠগ্।।
ওরা সকালে যারে ভালোবাসে
বিকেলে তার দিকে চায়না
সবার সাথে চলে তালে
আপন কারও হয় না
ওরা ভীরুর ভীরু অতিশয় কাপুরুষ।।
মিথ্যা পোশাকে বাড়ে ওদের জৌলুস
ওরা কথায় কথায় দল বদলায়, ওরা ভন্ড।।
কথাঃ এস, এম আবু বকর
সুরঃ রবিউল হুসেইন