কমরেড এই রাত আঁধিয়ার
অজগর নিঃশ্বাস চারিধার
পিশাচের মোকাবেলা এই ক্ষণ
কাঁধে নাও দূর্বার হাতিয়ার।।
চোখে জ্বালো শপথের ইস্পাত
ভেঙ্গে ফেল শত্রুর বিষ দাঁত
মনে আনো দুরন্ত বিশ্বাস
জয় কর জনতার স্বাধীকার।।
কমরেড এই রাত ঘুম নেই
জেগে আছি অতন্দ্র পাহারায়
নিষ্ফল স্বপ্নের ধুম নেই
শান্তির মরীচিকা সাহারায়।
পাপ অন্যায় করো প্রতিরোধ
প্রতি রক্তের নাও প্রতিশোধ
কেন আর বৃথা কাল অপচয়
কেন ভয় সংশয়বাদী আর।।
কথা: নাজিম মাহমুদ
সুর: সাধন সরকার