Shuvo Noboborsher Bangla Suveccha SMS
শুভ নববর্ষের শুভেচ্ছা এসএমএস (শুভ নববর্ষ ১৪৩১)
আজকে এই শুভ দিনে কত খুশি কত সাজ। আজকে এই শুভ দিনে ভুলে যাও সব কাজ।🎉শুভ নববর্ষ🎉
বিদায় রাগিনী বাজিয়ে গেলজীর্ণ পুরানো বর্ষ। নববর্ষ আনবে সকল রকম হর্ষ।🎉শুভ নববর্ষ🎉
তোমার সব দুশ্চিন্তাদূর করে মনে আনো হর্ষ..নতুন আলোয়, নতুন আশায় তোমাকে জানাই🎉শুভ নববর্ষ🎉
সব খারাপ স্মৃতিকেপুরনো দুঃখ হিসেবে ভুলে যাও,নতুন বছর শুরু করোনতুন আশা আর প্রতিজ্ঞা দিয়ে,🎉শুভ নববর্ষ🎉
এই নতুন বছর তোমার জীবনেনিয়ে আসুক অনেক অনেকনতুন সারপ্রাইজ,যাতে তোমার জীবন ভরেউঠুক সুখে ও আনন্দে…🎉শুভ নববর্ষ🎉
আমি তোমার বাড়িতে আসছিতোমায় সবরকম খুশী দিতে,আমায় স্বাগত জানিও…আমি তোমাদের সবার প্রিয় ১৪৩১
পানতা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রাণ…নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান..এসো হে বৈশাখ এসো এসো— শুভ নববর্ষ —
পুরনো যত হতাশা, দুঃখ,অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।
=+++শুভ পহেলা বৈশাখ+++=
ঝরে গেলো আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা ।
বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ”
নতুন বছরে প্রান সঞ্চারী বাতাসে প্রতিভা প্রকাশ হোক প্রতিটি স্বত্বার… শুভ নববর্ষ ১৪৩১
বার মাসে তের পার্বণ এবার এলো বলে,
বাঙ্গালির একটি বছর বয়ে গেলো চলে!!!
নতুন বছরে আসুক শুধু আনন্দের স্পর্শ,,
আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই
****শুভ নববর্ষ****
মনে আসুক বসন্ত,সুখ হোক অনন্ত!স্বপ্ন হোক জীবন্ত………….আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত !!!!!************শুভ নববর্ষ**************
নতুন সকাল , নতুন দিন , নতুন করে শুরু ।
যা হয় না যেন শেষ,
নববর্ষের শুভেচ্ছা সাথে,
পাঠালাম তোমায় এই এসএমএস !
*** শুভ নববর্ষ ***
আবার আসলো বৈশাখ মাস , চৈত্রের অবসানে !
নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিল প্রানে ।
মনের যত গ্লানি ভুলে, জীবন গড়ো নতুন ভাবে ।
নতুন নতুন স্বপ্ন দেখো, নববর্ষের টানে ।
মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা নিল খামে
পাঠালাম সুদিনের সুবাতাস তোমায় দিলাম ।
***** শুভ নববর্ষ *****
উদীত রবির প্রথম আলো, দূর করবে সকল কালো।
মাতবে মন আনন্দ ধারায়, সবাই হবে বাধন হারা।
দিনটি হোক তোমার তরে, মন ভরে উঠুক খুশির জরে ।
@@@ শুভ নববর্ষ @@@
পানতা ইলিশ আর ভরতাবাঙ্গালীর প্রাণ…নতুন বছর সবাই গাইবোবৈশাখের গান..এসো হে বৈশাখ এসো এসো…
মুছে
যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।
শুভ নববর্ষ