লেবু – পাবলো নেরুদা

 অনুবাদ: ইমন জুবায়ের


লেবু ফুল থেকে

ঢিলেঢালা ভাবে

জ্যোস্নায়, প্রেমের

সুদৃঢ় তৃষ্ণার

সারৎসার,

গন্ধে পরিপূর্ন,

লেবু গাছের হলদে

উত্থান,

লেবুগুলো

গাছের কৃত্রিমভবন থেকে

নিচের দিকে নড়ছে

সংবেদনশীল বানিজ্য!

বন্দর এ নিয়ে বৃহৎ

বাজার

আলোর জন্য ও

বর্বর স্বর্ণের জন্য।

আমরা

অলৌকিকের

অর্ধেকটা খুলি,

আর, নোনা স্তরের কিনারে

জমাট এসিড:

সৃষ্টির

আদি রস,

বিস্ময়কর, অপরিবর্তনীয়,

জীবন্ত:

কাজেই সজীবতা

একটি লেবুর ভিতরে থাকে বেঁচে,

খোলশের মিষ্টিগন্ধী আড়তে

অনুপাত, অবোধ্য আর কটূ।

লেবু কাটতে

চাকু

একটি ছোট গির্জে রেখে যায়:

কুঞ্জকুঠিরগুলি চোখে আন্দাজহীন

যা খোলে নোনতা কাচ

আলোর দিকে: পোখরাজ

ছোট বিন্দুর ওপর উঠছে,

বেদিগুলি,

সুগন্ধী তোরণ।

কাজেই, হাত যখন

কাটা লেবু ধরে,

অর্ধ-পৃথিবী

চামচের ওপর,

ব্রহ্মান্ডের স্বর্ন

উৎসারিত

তোমার স্পর্শে:

এক কাপ হলুদ

অলৌকিকতায়,

একটি স্তন ও স্তনবৃন্ত

পৃথিবীকে সুগন্ধে ভরাচ্ছে;

ফল উৎপাদনের জোয়ার

একটি গ্রহের ছোট আগুন।

Bnbooks is one of the largest archieve storage of pdf books, Bengali story, Bangla Kobita, Lyrics and all Kinds of Literature. Tags: Free Bangla pdf books download, Bangla Kobita, Technology News, Song Lyrics.