জলের কন্যা - জসীম উদ্‌দীন

 জলের উপরে চলেছে জলের মেয়ে,

ভাঙিয়া টুটিয়া আছড়িয়া পড়ে ঢেউগুলি তটে যেয়ে।

জলের রঙের শাড়ীতে তাহার জড়ায়ে জড়ায়ে ঘুরি,

মাতাল বাতাস অঙ্গের ঘ্রাণ ফিরিছে করিয়া চুরি।

কাজলে মেখেছে নতুন চরের সবুজ ধানের কায়া,

নয়নে ভরেছে ফটিকজলের গহন গভীর মায়া।

তাহার উপর ছায়া-চুরি খেলা করিতে তটের বন,

সুবাস ফুলের গন্ধ ছড়ায়ে হাসিতেছে সারাখন।


জলের কন্যা চলেছে জলের রথে,

খুশীতে ফুটিয়া শাপলা-পদ্ম হাসিতেছে পথে পথে।

আগে আগে চলে কলজলধারা ভাসায়ে পানার তরী,

চরণে তাহার আলতা পরাতে হিজল পড়িছে ঝরি।

ডাহুক ডাহুকী ডাকে বন-পথে নতুন পানির সুরে,

কোঁড়া আজ তার কুঁড়ীরে খুঁজিছে ঘন পাট-ক্ষেতে দূরে;

পুরাতন জালে তালি দিতে দিতে ঢলিয়া জেলের গায়,

জেলে বোর মন মিহিসুরী গানে উজানীর বাঁকে ধায়।

পল্লীবধূরা উদাস নয়নে চেয়ে থাকে তটপানে,

বাপের বাড়ির মমতায় আজ পরাণ কেন যে টানে।

বাঙড়ের খালে সিনান করিতে কলসী ধরিয়া টানি,

মায়েরে কহিছে মেয়ের কথাটি নয়া-জোয়ারের পানি!


হোগরার ছই নতুন বাঁধিয়া গাব-জলে মাজা নায়,

বাপ চলিয়াছে মেয়েরে আনিতে সুদূরের ভিন গাঁয়।

বৈঠার ঘায়ে গলা জলে-ডোবা নাচিছে আমন ধান,

কলমির লতা জড়াইয়া তারে ফুলহাসি করে দান!

ঢ্যাপের মোয়ার চিত্রিত হাঁড়ি আবার ভরিয়া যায়,

পিঠায় আঁকিয়া নতুন নকশা রাত ভোর করে মায়।


জলের কন্যা চলেছে জলের পরে,

মাছেরা চলছে দলে দলে আজ পথটি তাহার ধরে।

রুহিত লাফায়, চিতল ফালায়, ভাটা মাছ সারি সারি,

সাথে সাথে যায় আগে পিছে ধায় খুশী যেন ওরা তারি।

শোল মাছ তার শিশুপোনাগুলি ছড়ায়ে লেজের ঘায়,

টুবটুব করে আদরিয়া পুন জড়াইছে বুক-ছায়;

নকসী কাঁথাটি মেলিয়া ধরিয়া গুমরে চাষার নারী,

সযতনে যেন গুটায়ে ধরিছে বুকের নিকটে তারি।

জলঘাসগুলি ঈষৎ কাঁপিছে তাদের চলার দোলে,

মৃদুল বাতাসে ঝুমিতেছে বন জলের দুনিয়া কোলে।


জলের কন্যা যায়,

নতুন পানির লিখন বহিয়া বন্ধ বিলের ছায়।

তটের বক্ষে আছাড়িয়া মাথা ক্ষতবিক্ষত করি,

বন্দী-মাছেরা কাটাইত দিন জীয়নে- যেন মরি।

অঙ্গ ভরিয়া শ্যাওলা জড়ান নির্জীব ঘুম-দোলে,

রোগ-পান্ডুর অসাড় দেহ যে পড়িতে চাহিছে ঢলে।

আজিকে নতুন জল-কল্লোল শুনিতে পেয়েছে তারা,

সহসা অঙ্গে হিল্লোলি ওঠে উধাও গতির ধারা!

কে যেন ঘোষিছে তাহাদের কানে সহস্র দিক হতে,

ভাঙ্ ভাঙ্ কারা ভাঙ্ ভাঙ্ পাড় উদ্দাম জলস্রোতে।


জলের কন্যা জল-পথ দিয়ে যায়,

বকের ছানারা পাখার আড়াল রচিছে তাহার গায়।

দুইধারে ঘন কেয়ার কুঞ্জ ছড়ায় সুবাস-রেণু

মাতাল বাতাস রহিয়া রহিয়া চুমিছে বনের বেনু।

তটে তটে কাঁদে শূন্য কলসী, কুটীরের দীপ ডাকে,

আঙিনার বেলী মাটিতে লুটায়, কে কুড়ায়ে লবে তাকে?

Bnbooks is one of the largest archieve storage of pdf books, Bengali story, Bangla Kobita, Lyrics and all Kinds of Literature. Tags: Free Bangla pdf books download, Bangla Kobita, Technology News, Song Lyrics.