শুভরাত্রি এসএমএস - Bangla good night SMS

শুভরাত্রি এসএমএস লিস্ট  



আমি মেঘ তুমি আকাশ,
আমি ফুল তুমি সুভাস,
আমি কবি তুমি তুমি কবিতা,
আমি সূর তুমি গান,
আমি দিন তুমি রবি,
আমি রাত তুমি চাঁদ ।
শুভ রাত্রি


এই আঁধারে মায়া বাড়ে

পারো যদি করো ক্ষমা

আশা রাখি দেখা হবে

শুভরাত্রি প্রিয়তমা.


চাঁদের আলো ঝিমিয়ে গেছে, ঝিঁঝিঁ পোকারাও চুপ,

আমি তোমায় এখনো বন্ধু মিস করছি খুব,

রাতের আঁধার ঘন কালো, এবার প্রিয়া ঘুমাতে চল ।

শুভ রাত্রি

 

দিপ নিভলো রাত্রি হলো আকাশ হলো কালো,

এক ফালি চাঁদ হাসচে দেখো বলচো কি গো ভালো,

রাত তো দেখি অনেক হলো যাও গো সুতে যাও,

এসেছি আমি পাহারা দিতে নিশ্চিন্তে ঘুমাও ।

শুভ রাত্রি

 

মিষ্টি তারা মুছকি হাসে,

জোনাকিরা উড়ছে গাছে,

চাঁদ মামা ঝিমিয়ে আলো,

বলছে তোমায় চোখ টা মেলো,

না ঘুমালে ঘুমের পরি,

স্বপ্ন তোমার করবে চুরি ।

শুভ রাত্রি

 

অন্ধকার এই রাতে, ঝোনাকির সাথে

এক ঝুড়ি সুখ পাঠিয়ে দিলাম

তোমার জানালার কাছে আর

ঝোনাকির ডানায় লিখে দিলাম

<<<< শুভ রাত্রি >>>>

 

রাত জাগা পাখি হয়ে যার কথা ভাবি,

এই মনে একা একা তার ছবি আঁকি ,

জোস্নার নীল আলো তার চোখে ভাসে,

বন্ধু হয়ে থেকো তুমি চিরদিন পাশে ।

<<<< শুভ রাত্রি >>>>

 

ছোট ছোট স্বপ্ন দেখো মনের মানুষ নিয়ে,

রাতের আকাশে ভেসে যেও খুশীর গান গেয়ে,

যে তারাটা দেখবে তুমি সব চাইতে ব্রাইট,

আমার হয়ে সে তোমাকে বলবে গুড নাইট ।

ছোট ছোট স্বপ্ন দেখো মনের মানুষ নিয়ে,

রাতের আকাশে ভেসে যেও খুশীর গান গেয়ে,

যে তারাটা দেখবে তুমি সব চাইতে ব্রাইট,

আমার হয়ে সে তোমাকে বলবে গুড নাইট ।

রাত মানে গভির নেসায় স্বপ্ন দেখার আশা,

রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালোবাসা ,

রাত মানে চোখটি বুজে সৃতির দোকান খোলা,

রাত মানে তোমাকে আমার শুভ রাত্রি বলা ।

 

কোন ব্যাপার না আকাশ নীল বা কালো,

কোন ব্যাপার না আঁধার থাক বা আলো,

কোন ব্যাপার না দিনটা আমার কেমন গেলো,

শুধু বন্ধু তুমি থেকো ভালো ,

শুভ রাত্রি

 

শুভরাত্রি রোমান্টিক ম্যাসেজ



১) কিছু মানুষ ভালোবাসে , কিছু মানুষ স্বপ্ন

বাধে । কিছু মানুষ আধার রাতে , চাঁদের

সাথে কথা বলে । কিছু মানুষ দুঃখ পোষে,

কিছু মানুষ কষ্ট খোঁজে । কিছু মানুষ জোছনা

রাতে, একাকী হয়ে চোখের জল ফেলে ।

— শুভ রাত্রি —

২) পাগলী আমার ঘুমিয়ে পড়েছে !

মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে

দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত ।

এ কথা যদি সে জানতো ?

৩) দেখা হয়নি হবে না কভু,

জতদিন বেঁছে থাকি তুমি স্বপ্ন হয়ে রবে !

দুঃখের মাঝামাঝি নির্ঘুম রাতে ।

*** শুভরাত্রি ***

৪) মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ

মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস

ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি

তোমাদের কে জানাই

” শুভরাত্রি ”

৫) রাতে এক লোক কে মসা কামড়াচ্ছে,

লোকটা বিষ খেয়ে বললো-

রক্তে বিষ মিশে গেছে, এবার কামড়া,

তুমি কিন্তু এটা করো না ।

 “গুড নাইট”

৬) যদি চাদে না থাকে কলঙ্ক,

মনে যদি না থাকে বেথা,

তোমার বাড়ি যদি হতো কাছে-

আমি রোজ বলতে আসতাম একটা কথা ।

 “গুড নাইট”

৭) নিরব নিস্তব্ধ এই রাতে,

আমি জেগে আছি ঐ জোনাক পোকার সাথে।

দেখছি আমি ঐ দূর আকাশের চাঁদ,

এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত

   “গুড নাইট’

৮ ) রাত শুধু আঁধার ৯, একটু খানি আলো।

রাত শুধু খারাপ ৯, স্বপ্ন গুলো ভালো।

তাই ঘুমিয়ে পড় ,ভাল থেকো।

  “শুভ রাত্রী”

৯) যোনাকি হল রাতের বাতি ।

স্বপ্ন নাকি ঘুমের সাথী।

মন হল মায়াবী পাখি।

বন্ধু নাকি সুখ দুঃখের সাথী।

তাই জানাই তোমাদের

  ” শুভ রাত্রী”

১০) রাতের গায়ে তারার বাড়ি,

চাঁদটা ছিলো আমার ঘুড়ি,

গল্প শুনি ঠাকুমার কাছে,

ভুতের বাড়ি তেতুল গাছে,

ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি,

স্বপ্ন দেখি দুচোখ ভরি ,

  “শুভ রাত্রি”

১১) সন্ধ্যা তোমার লালচে আকাশ,

মনের ভুলের রাতে।

না ঘুমোনো তারা কিছু,

জাগবে তোমার সাথে ।

  “”শুভ রাত্রি””

Good night in Bangla

“নাই বা মনে করলে আমায়,

নাই বা নিলে খোঁজ,

শুভ রাত্রিটা তবুও আমি,

দিয়ে যাবাে রােজ”

“জ্যোৎস্না ভরা চাঁদের আলো,

বন্ধু তুমি থেকো ভালো,

রাত্রি এবার অনেক হলো,

ঘুম আমায় জানিয়ে দিলো।

❦~শুভ রাত্রি~❦”

“রাতের গায়ে তারার বাড়ি,

চাঁদটা ছিলাে আমার ঘুড়ি,

গল্প শুনি ঠাকুমার কাছে,

ভুতের বাড়ি তেতুল গাছে,

ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি,

স্বপ্ন দেখি দুচোখ ভরে”

“চলাে যাই ঘুমের দেশে,

সুন্দর একটা ঘুমের

সাথে,

মিষ্টি কিছু স্বপ্ন আসুক দুচোখ জুড়ে।

❦~শুভ রাত্রি~❦”

“নিরব রাতের তারার হাসি

মিষ্টি হাওয়া বাজায় বাঁশি

চাদের আলাে ঝিলমিলিয়ে

আসছে নিশি খিলখিলিয়ে

ইচ্ছে আমার দিলাম লিখে

স্বপ্ন আসুক তােমার চোখে”


Tags: বাংলা Sms, বাংলা এস এম এস, বাংলা এসএমএস, Bangla Sms - বাংলা কবিতা, Bangla SMS Collection, Bangla sms love bengali shayari messages status quotes, SMS Bangla | Bangla Sms for Love (Bangla Sms), You can get here Bangla Romantic love sms, Bangla Sms New Bangla Love Sms Collection 2023, Bangla Sms New Bangla Love Sms Collection 2024, Bangla sms বাংলা এসএমএস Bangla Sms Love সুন্দর সব এসএমএস, বাংলা উপদেশের সেরা এসএমএস / Bangla best wish sms, Bengali Status - Bangla SMS, Bangla Love Sms 140 - Bangla Sms Collection [2021], Bangla SMS 2020: রোমান্টিক প্রেমের ও কষ্টের মেসেজ, 50+ প্রেমের এসএমএস ও বাংলা মেসেজ - BLS Blog - Bangla sms love

Bnbooks is one of the largest archieve storage of pdf books, Bengali story, Bangla Kobita, Lyrics and all Kinds of Literature. Tags: Free Bangla pdf books download, Bangla Kobita, Technology News, Song Lyrics.