আমার বিয়ে হয়ছ আজ ৫০ বছর।আমার বিয়ে হওয়ার ৪৫ বছর পর আমি মা হয় ব্যাপারটা অবাক লাগছে তাই না।
আসেন এবার পুরো টা শুনেন।
আমার ছেলে বেলা বা বিয়ে এটা আর বাকি ৫ টা মেয়ের মতো। এখানে বলার কিছুই নেই।
আমি আর আমার বর ছিলাম খুব সুখি। বিয়ের পর থেকে সে আমায় খুব ভালো বাসতো। আমরা বিয়ের ১ম থেকেই বেবি চাইতাম। কিন্তুু হতো না।
এভাবে অনেক বছর কাটে কিন্তুু হতো না। আমাকে চারদিক থেকে মানুষ নানা রকম কথা বলতো।
আমি শুধু তাহাজ্জুদ পড়ে কান্না করতাম।
কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি হিসাব নাই। এমনকি ১০ বারের উপর ওমরা হজ ও করেছি বেবির নিয়ত করে। কিন্তুু আল্লাহ আমায় নিরাশ করে। আমি আজমীর শরীফ এ গিয়েছি খাজার দরবারে। কথিতো আছে খাজার দরবার থেকে নাকি আল্লাহ কাউকে খালি হাতে ফেরায় না।
আমি খাজার দরবারে নিয়ত করে যেতাম বেবির জন্য ৭ বার গিয়েছি কিন্তুু বেবি হয়নি।
অনেক দেশ বিদেশের ডাক্তার দেখিয়েছি বেবির জন্য কিনতু বেবি হয়নি।
বর আমার ব্যবসা করতো মোটামুটি টাকা ছিলো।
আমি জীবনে এত এত টাকা উড়িয়েছি বেবির জন্য বলে বুজাতে পারবো না।
কিন্তুু আমার বর কখনও তাবিজ তুমার এগুলো বিলিভ করতো না।
আমিও তাই যেতাম না। আমার বরের অনেক সমপওি।
টাকা পয়সা আছে।
বলে রাখি আমার বরেরা ২ ভাই আমার বর ছোটো। আমার বরের বড় ভাই আছে। আমার জা টা খুব ভালো।
বোনের মত। কখনও আমরা জায়ে জায়ে ঝগড়া করিনী।
আমার বর থেকে আমার জায়ে দের টাকা পয়সা একটু কম ছিলো।
কিন্তুু কখনও আমরা তাদের নিচু চোখে দেখিনী।
আমার বিয়ের আগে আমার শাশুড়ি মারা যায়।আমার শশুর বিয়ের ৫ বছর পর মারা যায়।
আমার জায়ের ৩ টা ছেলে মেয়ে সত্যি বলতে আমার বড় জায়েদের পুরো খরচ টা আমরা টানতাম।
আমার বড়ো ভাসুর ছিলো জুয়ারি।
সারাদিন জুয়া খেলতো আর টাকা উড়াতো।
তারপর থেকে ছেলে মেয়ে গুলো আমরাই মানুষ করতাম।
আমি কখনও শশুর বাড়ির কোনো দাওয়াতে যেতাম না। কারন সবাই আমাকে বন্ধ্যা বলতো এভাবে বিয়ের ২০ বছর কেটে যায়।
আমি ও ধরে নিয়েছিলাম হয়তো আমি বন্ধ্যা কিন্তুু ডাক্তারি রিপোর্ট অনুযায়ী আমাদের কোনো সমস্যা ছিলো না।
আমার ও বয়স বাড়তে লাগলো আর আমার বরের ও।
আমার বিয়ের সময় আমার বয়স ছিলো ১৫ আর বরের ২১।
আমার শশুর শখ করে তার ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছে।
জীবনটা একটা বাচ্চার জন্য হাহা কার করেছিলো।
আমার আর বরের চোখের পানি একমাএ আল্লাহ আর মক্কা শরীফ জানে।
আমার পিরিয়ড ও নিয়মিত ছিলো না। কিন্তুু কোনো কারন খুঁজে পেতো না ডাক্তাররা। আমার পিরিয়ড হয়তো ১ বছর পর পর।
১ মাস বা ২ মাস থাকতো।
কিন্তুু বিয়ের আগে এমন ছিলো না।
প্রায় সময় আমার জা আমাকে বিভিনন তাবিজ লেখা খাওয়াতো।
এগুলো না-কি বাচ্চা হওয়ার জন্য আমি ও খেতাম।
সবাই আমাকে বন্ধ্যা ডাকতো। অনেকে বলতো একটা বাচ্চা পালক নাও। কিন্তুু সেটা কখনও আমার বর চাইতো না। তার কথা হলো না হলে নাই কিন্তুু বাচ্চা পালতে পারবো না।
আমার ভাইয়ের ছেলে মেয়েরা সব আমাদের ওরা মাটি দিবে আমাদের।
এভাবে সুখে দুঃখে মানুষের কথায় বিয়ের ৪৪টা বছর কেটে যায়। আমার বর ও বুড়ো কারন বরের ও ৬৬ এর কাছাকাছি বয়স হয়ে যায় আর আমার ও ৬০ হয়।
বাচ্চার আশা একদম ছেড়ে দি।
ইদানিং বরের শরীর টা ও ভালো না হয়তো আর বাঁচবে না।
সিদ্ধান্ত নিয়েছে আমাদের জায়গা জমিন টাকা পয়সা সব আমার ভাসুরের ছেলেদের নামে লিখে দিবো।
কিন্তুু তার আগে হজে যাবো বড়ো হজ করবো।
হজ থেকে এসে জায়গা জমিন কিছু ভাসুরের ছেলেদের নামে দিয়ে বাকি গুলো আললাহর রাসতায় দান করে আমরা দুজন আল্লাহর রাস্তায় মুসাফির হবো।
যথা রীতি হজে যায়।
যেদিন শয়তান কে পাথর মারা হবে সে দিন খুব ঝড় হয়। আমরা শয়তানকে পাথর নিহ্মেপ করে কাবার সামনে বসলাম। খুব বৃষ্টি।
আর তখন কান্না করে করে আল্লাহ কে বললাম এই জীবনে তো একটা বাচ্চা দিলা না কত চাইলাম তোমার কাছে।
এটা কি আমাদের কপালে রাখছো।
কতো মানুষের কথা এ জীবনে শুনাইলা। তারপর ও রহমত করলা না অসুবিধা নাই হয়তো আমরা জাহান্নামি তাই দোয়া কবুল করো নি।
তোমার সামনে বলতেছি বাচ্চা দাও নি এ জীবনে আর কখনও কিছু তোমার কাছে চাইবো না।
মৃত্যু টা দিও। বাচ্চার দোয়া কবুল করো নি কিন্তুু মৃত্যু দিও এটা কবুল করিও। আর নিঃসন্তান থাকার ইচ্ছে নেই আল্লাহ বড়ো অভিমান তোমার উপর।
এটা বলে আমরা রুমে আসলাম। তার পর সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে দৌড়ানোর পর আমরা ক্লান্ত হয়ে পাথরের উপর একপাশে বসলাম।
তখন এক পাকিস্তানি আমাদের মুখের দিকে তাকিয়ে কি যেনো বললও আরবিতে বুজলাম না।
তখন আমাদের পাশে এক প্রবাসী ভাই ছিলো তখন তিনি বললেন যে তোমাদের উপর কালো যাদু করছে।
বাচ্চা না হওয়ার জন্য।
আমরা দুজনে ভয় পেয়ে গেলাম হায় আল্লাহ কি বলে?
এর পর পাকিস্তানি টা আরবিতে বলতে লাগলো।
তোমরা তো মনে হয় আজ বহু বছর ধরে কালো জাদুতে আক্রান্ত তোমার জরায়ু আর তোমার বরের বীর্য দানি কালো জাদু ধারা বন্ধ করে রাখছে যাতে কখনও আমরা সন্তানের বাবা মা হতে পারবো না যদি এগুলো না কাটাই।
তখন আমি কান্না করে দিলাম।
আর বিলিভ করলাম যে আল্লাহর ঘরে কেউ তো মিথ্যা বলবে না।
আমরা কিন্তুু কেউ আরবি জানতাম না।
এক প্রবাসি ভাই আমাদের কথা গুলো বাংলাতে বলতেছিলো।
তখন আমরা জিজ্ঞেস করলাম করে করছে উনি তখন নাম বলে নাই।
বললাম এটার থেকে পরিতান এর উপায় কি।তখন তিনি আমাকে কিছু পানি পড়া দিলেন আর বললেন এগুলো খেও ঠিক হয়ে যাবে আর গোসল করো ৭ দিন। আর যখনি মনে হবে কেউ কিছু করছে এটা তুমি আর তোমার পরিবারের সবাই খাবা গোসল করবা এই পানি সারা জীবন রাখবা। তবে তোমরা ছাড়া অন্য কেউ যাতে ব্যবহার না করে।
তখন ২০০৬ সাল।
শেষে হজ করে দেশে আসলাম।
৭ দিন গোসল করলাম আল্লাহর রহমতে আমি বাচ্চা কনসিভ করলাম সবাই অবাক এই বুড়ো বয়সে বাচ্চার মা।
তখন আমার জায়ের রুপ বদলাতে লাগলো।
কারন হজ থেকে আসার পর তার বাচ্চা দের নামে সমপওি লিখে দেওয়ার কথা ছিলো। তারা কাগজ পএ রেডি করে রেখেছিলো। কিন্তুু আমার বর আর তা করে নি।
ডাক্তার রা ও অবাক হয়ে যায় এই বয়সে বাচ্চা।
আমাকে তখন ডাক্তাররা গভীর কেয়ারে রাখে। আমার মনে আসে আমার গর্ভবতীকালিন সময় টাতে আমি খাট থেকে ও নামি নি।আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ৪৫ বছর পর ২০০৭ এ ৩ টা ছেলের মা হলাম।
একসাথে ৩ টা সারা এলাকায় তখন এই কথা ছড়ি পড়ে।আর আমার বড়ো জা আমার বেবি গুলোকে কোলে ও নিলো না।
আমরা বুড়ো বুড়ি যেনো ১৬ বছরের যুবক যুবতি হয়ে গেলাম মনের দিক থেকে।
ততদিনে আমার বর সরকারি চাকরি থেকে অবসরে যায়।
২০১০ এ আমি আবার বাচ্চার মা হলাম তাও ২ টা মেয়ে।
শরীরের অবস্থা অনেক খারাপ ছিলো গর্ভবতী কালিন।
একদিন আমার জা আর ভাসুরের মধ্যে কথা শুনতে পায় তারা নাকি সমপওির জন্য আমাদের বাচ্চা হওয়াটা কালো জাদু দিয়ে বন্ধ করে রাখছিলো।
পরে অবশ্য মাফ চায় আমি মাফ করে দি।
আল্লাহর রহমতে এখন ভালো আছি।
তবে আমার বরের অবস্থা ভালো না এখন হাঁটতে পারে না।
আমার বড় ছেলেদের বয়স এখন ১৩ বাহিরে গেলে অনেকে আমাদের জিজ্ঞেস করে এটা কি আপনাদের নাতি।
আর হ্যা আল্লাহর কাছে মাফ চেয়েছি অভিমানে অনেক কথা বলেছি।
এখন আল্লাহর কাছে একটাই প্রার্থনা আমরা যাতে ২ বুড়াবড়ি ছেলে মেয়ে গুলো কে বিয়ে দিয়ে যেতে পারি।
যাতে আমাদের সুস্থ আর হায়াত রাখে।
আমার বাচ্চা গুলো খুব ভালো একদম শান্ত ছোটবেলা থেকে তারা কখনও আমায় জালাই নি।
দোয়া করবেন আমাদের জন্য।
আর হ্যা নিরাশ হবেন না। আমি ৬০ বছরে মা হয়েছি।
সালাম।
© bnbooks.blogspot.com